আজ বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

থানা প্রশাসনের সাথে লোহাগাড়া সিটি হাসপাতাল পরিচালনা কমিটির মতবিনিময় ও ইফতার

editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ০২:৩৪ অপরাহ্ণ
থানা প্রশাসনের সাথে লোহাগাড়া সিটি হাসপাতাল পরিচালনা কমিটির মতবিনিময় ও ইফতার

oplus_1026

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়া থানা প্রশাসনের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন উপজেলার অন্যতম বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান লোহাগাড়া সিটি হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিটি হাসপাতালের এডহক কমিটির প্রধান নাজেমুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফুর রহমান। হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মাস্টার মুহাম্মদ আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ জাহেদ হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন শেয়ার হোল্ডার, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, হাসপাতালের চিকিৎসক বৃন্দ, থানা পুলিশের সদস্য ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।