আজ শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় চাউলের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ০৩:০৪ অপরাহ্ণ
বাঘায় চাউলের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

Sharing is caring!

Manual2 Ad Code
দোয়েল,  বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ঈদ উপলক্ষে ১০ কেজি করে চাউলের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে এই ঘটনা ঘটেছে।
জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ ও জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের মধ্যে মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে আবু সাইদ চাঁদ গ্রুপের সমর্থকরা একটি বিক্ষোভ করে। ঘটনার পর থেকে এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ গ্রুপের পক্ষে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল ও সাবেক সাধারণ সম্পাদক এনাম মন্ডলের মধ্যে ঈদ উপলক্ষে ১০ কেজি চাউলের স্লিপ ভাগাভাগি নিয়ে তর্কবির্তক হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন নিয়ে বাজারের দুই পাশে লাঠি নিয়ে জমায়েত হয়।  আবু সাইদ চাঁদ গ্রুপের লোকজন আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের লোকজনকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে আবু সাইদ চাঁদ গ্রুপের সমর্থকরা বিনোদপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং কোন অভিযোগও হয়নি।
Manual1 Ad Code
Manual7 Ad Code