আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০২:২৩ অপরাহ্ণ
বাঘায় কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Sharing is caring!

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পুলিশিং কমিটির উদ্দ্যোগে  কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় আড়পাড়া উচ্চ বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গনে বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাউসা ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আজিজুল আলমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক ডা.শহিদুল ইসলামের  সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
আবু সাঈদ চাদঁ বলেন, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উদ্‌ঘাটন করা যাবে।
এসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম (বাবলু),উপজেল বি এন পির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বি এন পির সদস্য সচিব ও
বাউসা ইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম (মলিন), বাউসা ইউনিয়ন বিএনপির অধ‍্যক্ষ  রেজাউল করিম,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (শিক্ষক),সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান (সুরুজ), উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান (মুকুল), উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ (সালাম), বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃজুয়েল  রানা শাহনেওয়াজ অমল থান্দার মনিগ্রাম ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন রিয়াল মন্ডল পাকুড়িয়া ইউিনয়ন ভারপ্রাপ্ত সভাপতি,আঃ কাদের মোল্লা পাকুড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক, সাবেক ইউ পি সদস্য ছিয়ার উদ্দিন,ছাত্র নেতা বাবর আলী শিমুল শেখ  প্রমুখ।
উপজেলার বিভিন্ন  ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।