আজ শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীগঞ্জে সাংবাদিক মিজানুর রহমান সোহেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০২:২৭ অপরাহ্ণ
নবীগঞ্জে সাংবাদিক মিজানুর রহমান সোহেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার ডেইলি বাংলাদেশ পোস্টের সাবেক প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের বাণী ডটকম এর সম্পাদক মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুরাদ আহমদ, সিনিয়র সাংবাদিক আবু তালেব, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ প্রেসক্লাবের নবাগত সদস্য শাহরিয়ার আহমদ শাওন, মোঃ আলাল মিয়া, জুয়েল আহমদ, সাগর আহমদ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের সাথে নানা স্মৃতি তুলে ধরেন। পরে মিলাদ মাহফিল ও মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহদী হাসান ও হাফেজ তারেক আহমদ।
উল্লেখ্য, সাংবাদিক মিজানুর রহমান সোহেল ২০১৯ সালের ১৫ নভেম্বর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।