আজ মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন জুড়ীর বিএনপি

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ণ
গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন জুড়ীর বিএনপি

Sharing is caring!

Manual1 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

ইউনিয়ন কমিটি গঠনে দলের গঠনতন্ত্র না মেনে নিজেদের মনমত কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে। তারা জেলার নেতাদের নির্দেশে এরকম কাজ করছেন বললেও জেলার নেতারা জানিয়েছেন গঠতন্ত্রের বাইরে গিয়ে কমিটি করতে কখনোই বলা হয়নি।

বিএনপি’র গঠনতন্ত্রের ধারা ৬ (খ) এর ৩ উপধারায় উল্লেখ করা হয়েছে “ইউনিয়নভুক্ত প্রতিটি ওয়ার্ড নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত হবে দলের ইউনিয়ন কাউন্সিল। এ কাউন্সিল দুই বছর মেয়াদে কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে পৌরসভা ও মহানগর ওয়ার্ড কমিটির আদলে ৭১ জনের অনূর্ধ্ব একটি ইউনিয়ন নির্বাহী কমিটি নির্বাচিত করবেন।”

Manual2 Ad Code

বিএনপির জুড়ী উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও পূর্ব জুড়ী ইউনিয়নের সভাপতি প্রার্থী আব্দুল মুহিত নামর রোববার রাতে অভিযোগ করে বলেন, ইউনিয়ন কমিটি গঠনের জন্য প্রথমে দলের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম শুরু হলেও উপজেলা আহবায়ক কমিটির কতিপয় নেতা নিজেদের পছন্দের লোকদের কমিটিতে আনতে এখন আর তারা গঠনতন্ত্র মানতে নারাজ। নিয়ম অনুযায়ী ইউনিয়নের অন্তর্ভুক্ত ওয়ার্ড কমিটির সদস্যদের মধ্য থেকে ইউনিয়ন কমিটি গঠন করার কথা থাকলেও তারা সবার জন্য ইউনিয়ন কমিটির পদে আবেদন উন্মুক্ত করে দিয়েছেন।

Manual8 Ad Code

একই অভিযোগ করেন, উপজেলা আহবায়ক কমিটির আরেক সদস্য ও পশ্চিম জুড়ী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম, একই ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী হেলাল উদ্দিন, পূর্ব জুড়ী ইউনিয়ন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাধারণ সম্পাদক প্রার্থী সহিবুর রহমান তুয়েলসহ অনেকে।

Manual8 Ad Code

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক ডা. মো. মোস্তাকিম হোসেন বাবুল বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়ায় ছিলাম। পরে উপজেলা আহবায়ক কমিটির কয়েকজন নেতা বিএনপির রাজনীতি করেন এরকম সবার জন্য প্রার্থীতা উন্মুক্ত করার দাবি জানান। পরে জেলা আহবাহয়ক কমিটির সদস্য সচিবের নির্দেশে আমরা সবার জন্য উন্মুক্ত করে দেই এবং মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আরও তিন দিন সময় বর্ধিত করি।

তবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন বলেন, জুড়ীর আহবায়ক সম্পুর্ণ ভূল বক্তব্য দিয়েছেন। কমিটি গঠনে গঠনতন্ত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে তাদেরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জুড়ী উপজেলা বিএনপির সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ মিঠু জানান, জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের সাথে আলোচনা করে জুড়ী উপজেলা বিএনপিকে গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন কমিটির নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code