আজ শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত 

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ
জুড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত 

Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাসহ সকল উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজারে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় জেলার ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ।
জেলার সকল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায়
জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে অবশ্যই জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে।
তিনি জেলার ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটির মাধ্যমে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, নির্বাহী সদস্য এম নাসের রহমান ও মুজিবুর রহমান। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জুড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করায় তৃণমূলের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা মনে করেন, বিগত আওয়ামী সরকারের শাসনামলে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েও যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এমন ত্যাগী নেতাকর্মীদের আগামী কমিটিতে মূল্যালয় করা হবে। কোন সিন্ডিকেটের মাধ্যমে যাতে কমিটি না দেয়া হয় সেই বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রতি অনুরোধ করেন দলের ত্যাগী নেতা কর্মীরা।