আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন শাহরুখ খান

editor
প্রকাশিত মে ৬, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
ইতিহাস গড়লেন শাহরুখ খান

Oplus_16908288

Sharing is caring!

Manual3 Ad Code
বিনোদন ডেস্কঃ
ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় প্রথম ভারতীয় পুরুষ হিসেবে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫।
গ্লোবাল সুপারস্টারের মেট গালা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের চেনা জগৎ থেকে বেরিয়ে তিনি অংশ নিলেন এমন এক অনুষ্ঠানে, যেখানে পোশাক ও ব্যক্তিত্বের প্রকাশে থাকে ভিন্নমাত্রা।
নিউ ইয়র্কের প্রতিবেদন থেকে জানা যায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ।
ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া।
গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি।
মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, “এটা একটু র‍্যাপারদের মতো”। সেই সঙ্গে জানালেন ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়।
তিনি জানান, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। কারণ, “আমি জিন্স আর টি-শার্টের লোক,”—বললেন কিং খান।
অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্তটি তিনি নিয়েছেন অনেকটা হঠাৎ করে। উদ্দেশ্য—পশ্চিমা দুনিয়ায় দক্ষিণ এশিয়ান অভিনেতাদের ঘিরে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা। “ওরা আজও আমাদের দেখে এক্সোটিক চরিত্র হিসেবে। এখনও অনেক সময় পিটার সেলার্সের ‘বার্ডি নুম নুম’-এর মতো চরিত্র দেয়া হয়,” বললেন শাহরুখ খান।
মেট গালার  সন্ধ্যায়, শাহরুখ কোনো চরিত্রে অভিনয় করেননি। তিনি নিজে একজন স্টাইলিশ কিংবদন্তি, যিনি হয়তো আর কখনো ফিরবেন না এই আয়োজনে, কিন্তু একবার এসেই রেখে গেলেন অবিস্মরণীয় ছাপ।
Manual1 Ad Code
Manual4 Ad Code