আজ রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বানেশ্বরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফটের বিতরণ করেন আবু বকর সিদ্দিক 

editor
প্রকাশিত মে ১৭, ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ণ
বানেশ্বরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফটের বিতরণ করেন আবু বকর সিদ্দিক 

Sharing is caring!

মোহাম্মদ আলী, পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
দেশ গঠনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন  আবু বকর সিদ্দিক।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
বানেশ্বর মসজিদ মার্কেট থেকে শুরু করে ট্রাফিক মোড় দিয়ে লিফলেট বিতরণ করে বানেশ্বর পেঁয়াজ হাটায় একটি পথসভা করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।

উক্ত লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সদস্য মাজেদুল হক, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন রকি।

পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেক মোল্লা, বেলপুকুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক রেজাউল করিম, সাবেক সহসভাপতি মুস্তাক আহমেদ, শিলমাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা রকি।

পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর বাশার, বানেশ্বর কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তারেক রহমান, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম, পুঠিয়া ইউনিয়ন ছাত্রদলের রাসেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।