আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করতে চান পরীমণি!

editor
প্রকাশিত মে ১৯, ২০২৫, ০২:৪৯ অপরাহ্ণ
নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করতে চান পরীমণি!

Oplus_16908288

Sharing is caring!

Manual1 Ad Code
সদরুল আইন:
নানা সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
 কখনো মেজাজ হারান, কখনো খারাপ ব্যবহার করে বসেন। দেশীয় চলচ্চিত্র দর্শকরা পরীমণিকে যেমন নায়িকা হিসেবে চেনেন তেমনই তার মেজাজ সম্পর্কেও অবগত থাকেন।
তবে পরীমণি নিজেও এখন সেটি অনুধাবন করেছেন! জানালেন, এ জন্য নিজেকে বদলে ফেলবেন তিনি।
শুক্রবার (১৬ মে) বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমণি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন পরীমণি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমণি বলেন, ‘আর দশ জন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়।
আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।’
নিজেকে আড়াল করতে যেয়েও পারেননা পরীমণি। এ নিয়ে আক্ষেপ করে নায়িকা বলেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব, ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে।
 তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না। এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।’
উল্লেখ্য, শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রী বিচারক বিভাগে পুরষ্কার পেয়েছেন পরীমণি। ‘রঙিলা কিতাব’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা ওটিটি কন্টেন্ট হিসেবে রঙ্গিলা কিতাব এর পুরষ্কারটিও গ্রহণ করেছেন এই নায়িকা।
এরপর বাড়ি ফিরেই ছেলে পূণ্যকে নিয়ে পুরস্কার দুটোর সাথে হাস্যোজ্জ্বল মুহূর্তের কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকা লেখেন, ‘আমার এই অর্জন আমার দর্শকের জন্য উৎসর্গ করছি। এটা আপনাদের।’
Manual1 Ad Code
Manual5 Ad Code