আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে পরিবেশ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড

editor
প্রকাশিত মে ২২, ২০২৫, ০৮:০৬ অপরাহ্ণ
কালীগঞ্জে পরিবেশ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড

Sharing is caring!


Manual6 Ad Code

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:

Manual7 Ad Code

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম এলাকায় পরিবেশ দূষণ ও মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

Manual7 Ad Code

অভিযানে ৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারায় একটি মামলায় কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের মো. আজমত আলীকে (৬৫) অনুমোদনহীন ইট ভাঙ্গার মেশিন পরিচালনা করে বায়ু দূষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় করা দুইটি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে ১ মাস এবং অপরজনকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও উভয়কে ১০০ টাকা করে ২০০ টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

অভিযানকালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন, কালীগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন, থানা উপ-পরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি জানান, শীতলক্ষ্যা নদীর সীমানা চিহ্নিত করে পিলার স্থাপন করা হলেও সেগুলো অগ্রাহ্য করে একটি প্রভাবশালী মহল বেআইনিভাবে ইট, বালু ও খোয়ার ব্যবসা চালিয়ে আসছিল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে এবং অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে পরিবেশ ও সমাজ বিরোধী কার্যক্রম দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code