আজ রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ২৪, ২০২৫, ০৬:২২ অপরাহ্ণ
বাঘায় প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

Sharing is caring!

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘায় ৫টি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হযেছে। শনিবার(২৪ মে’২৫) উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে  গ্লোবাল কমিউিনিটি অর গানাইজেশান এর আয়োজোন করে।
এতে সভাপতিত্ব করেন গ্লোবাল কমিউিনিটি অরগানাইজেশান এর পরিচালক আমিনুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ(ওসি) আছাদুজ্জামান। প্রকল্প বিষয়ে অবহিত করেন যুবায়ের কবির।
অনুষ্ঠান পরিচালনা করেন গ্লোবাল কমিউিনিটি অরগানাইজেশান এর সাধারন সম্পাদক মাসুদ রানা।
প্রকল্পসমূহ হলো-1. Project 64160-Maternal & Child Nutrition IN Char Land, Bangladesh
2. Project 64560-Safe Life From The Thunderstorms With Plant
3. Project 64561-Maternal And Child Health In Bangladesh Slums
4. Project 64460-Addressing Hunger Among Bangladesh’s Elderly
5. Project 64070 – Sponsor a Tree For A Child’s Future In Bangladesh.
উপস্থিত ছিলেন-উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,এনজিওর নির্বাহি পরিচালকসহ সংশ্লিষ্টরা।