আজ রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সকাল থেকেই রাজধানী জুড়ে বৃষ্টি, সাগরে লঘুচাপ

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
সকাল থেকেই রাজধানী জুড়ে বৃষ্টি, সাগরে লঘুচাপ

Oplus_16908288

Sharing is caring!

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ঢাকায় বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে দমকা হাওয়া।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া বার্তায় বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।
 এ কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভারি বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের চারটি বিভাগের নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, শুক্রবার ও শনিবার ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
এছাড়া সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, হবিগঞ্জের খোয়াই ও নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়বে এবং কিছু এলাকায় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে।
Manual1 Ad Code
Manual3 Ad Code