আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৫, ০১:২৯ অপরাহ্ণ
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭

Oplus_16908288

Sharing is caring!

Manual4 Ad Code
স্বাস্থ্য ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৭ জনের। ১৮১ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৮ জুন) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। আর দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।
এতে বলা হয়, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৮৭ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Manual1 Ad Code
Manual3 Ad Code