আজ বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-ভোলা মহাসড়কে পলিথিনে মোড়ানো জীবন্ত নারীকে উদ্ধার করলো পুলিশ

editor
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০২:০৭ অপরাহ্ণ
বরিশাল-ভোলা মহাসড়কে পলিথিনে মোড়ানো জীবন্ত নারীকে উদ্ধার করলো পুলিশ

বরিশাল-ভোলা মহাসড়কে পলিথিনে মোড়ানো জীবন্ত নারীকে উদ্ধার করলো পুলিশ

Sharing is caring!

গাজী তাহের লিটন, ভোলা:
বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা ও পলিথিনে মোরানো অবস্থায় অ্যাসিডদগ্ধ এক নারীকে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
রোববার (২৯ জুন) সকালে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।
বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, ওই নারীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। এব্যাপারে তদন্ত চলছে।
স্থানীয়ভাবে জানা গেছে, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন। ওই নারীকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে তারা জানান। বাসিন্দারা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
চাঞ্চল্যকর এ ঘটনা রহস্য উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা যায়।