আজ শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনে ভাঙনের মুখে লেবার পার্টি, নতুন সমাজতান্ত্রিক দলের ঘোষণা

editor
প্রকাশিত জুলাই ৪, ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ণ
ব্রিটেনে ভাঙনের মুখে লেবার পার্টি, নতুন সমাজতান্ত্রিক দলের ঘোষণা

Oplus_16908288

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির অভ্যন্তরে। সাবেক নেতা জেরেমি করবিন ও সদ্য পদত্যাগী লেবার এমপি জারা সুলতানা একযোগে নতুন বামপন্থী রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) লেবার পার্টি ছাড়ার পরপরই এই ঘোষণাটি দেন জারা সুলতানা।
সুলতানা জানান, করবিনের সঙ্গে যৌথভাবে তারা নতুন দলের নেতৃত্ব দেবেন। যদিও এখনো দলের নাম ঠিক হয়নি, তবে এতে স্বাধীন এমপি, রাজনৈতিক কর্মী ও সমাজতান্ত্রিক অ্যাকটিভিস্টরা যুক্ত হবেন বলেও জানিয়েছেন তিনি।
লেবার পার্টিতে করবিনের বহিষ্কার ঘটেছিল পাঁচ বছর আগে, বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সময়। এবার করবিন-ঘনিষ্ঠ সুলতানার দল ছাড়াও ব্রিটেনের বাম রাজনীতিতে বিভাজন আরও গভীর হচ্ছে বলে মত বিশ্লেষকদের। ডানপন্থীদের মধ্যে কনজারভেটিভ ও রিফর্ম ইউকে-র দ্বন্দ্বের পর এবার বামপন্থী শিবিরেও দ্বিধা স্পষ্ট হচ্ছে।
সাম্প্রতিক জরিপ অনুযায়ী, নতুন বাম দল ১০ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা লেবার পার্টির জন্য একটি বড় ধাক্কা। এমন পরিস্থিতিতে মূল দুই দল—লেবার ও কনজারভেটিভ— ভোটের হিসাবে প্রায় সমানে সমান অবস্থানে থাকতে পারে।
পরবর্তী জাতীয় নির্বাচনকে ‘সমাজতন্ত্র বনাম বর্বরতা’র মধ্যে একটি বেছে নেওয়ার লড়াই হিসেবে চিত্রিত করেছেন সুলতানা। কভেন্ট্রি সাউথের এই এমপি আরও জানান, তারা সরকারের কল্যাণভাতা হ্রাসের উদ্যোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
 তিনি গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ফিলিস্তিনের পক্ষে আরও সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকারও করেন।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ লেবার নেতৃত্ত্বকে আরও বামমুখী হতে বাধ্য করতে পারে। বিশেষত এমন সময়ে, যখন কল্যাণমূলক ভাতা কমানোর প্রস্তাবের বিরুদ্ধে নিজ দলেরই ৪৯ জন এমপি সংসদে অবস্থান নিয়েছেন। সেই বিলের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ কমানোর কথা বলা হয়েছিল।
এক্স-এ দেওয়া বার্তায় জারা সুলতানা জানান, ১৪ বছর পর তিনি লেবার পার্টি ছাড়ছেন। তিনি বলেন, ‘জেরেমি ও আমি সারা দেশের স্বতন্ত্র এমপি ও সমাজতান্ত্রিকদের সঙ্গে নতুন দল গঠনের জন্য কাজ করছি।’
সুলতানা আরও লেখেন, ‘আমাকে একবার লেবার পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছিল, কারণ আমি এমন একটি প্রস্তাবে ভোট দিয়েছিলাম যা দুই সন্তানের জন্য বরাদ্দ সুবিধা পুনর্বহালের পক্ষে ছিল। আমি সেটি আবারও করব।’
তিনি বিলিয়নিয়ারদের প্রভাব এবং লেবার সরকারের ‘ব্যর্থতা’র বিরুদ্ধে সরব হয়ে বলেন, ‘আমরা এমন একটা দেশ চাই, যেখানে মানুষ খরচ সামলাতে পারে, ধনীদের জন্য বিল নয়। আমাদের সম্পদ যুদ্ধে নয়, জনসেবায় খরচ হওয়া উচিত।’
সুলতানার ঘোষণার পর তার সঙ্গে নতুন দলে যুক্ত হওয়ার জন্য ‘টিম জারা’ নামে একটি লিংকও শেয়ার করা হয়েছে।
জেরেমি করবিন অবশ্য নতুন দলে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে তিনি আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা একটি বিকল্প দৃষ্টিভঙ্গি সামনে আনব, যা শান্তি, দারিদ্র্য নিরসন ও সাম্যের ভিত্তিতে গঠিত হবে।’
লেবার পার্টির সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডনেল অবশ্য নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, ‘জারা সুলতানার মতো স্পষ্টভাষী ও প্রতিশ্রুতিবদ্ধ একজন তরুণ নেত্রী দল ছাড়তে বাধ্য হচ্ছেন—এটি লেবার পার্টির জন্য চিন্তার বিষয় হওয়া উচিত।’
জারার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নানা বিতর্কও সৃষ্টি করেছে। গত মাসে তিনি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করে ‘আমরা সবাই প্যালেস্টাইন অ্যাকশন’ লিখে সমালোচনার মুখে পড়েন। এমনকি, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রুপটিকে নিষিদ্ধ করার প্রস্তাবের বিরুদ্ধেও তিনি ভোট দেন।
এদিকে, গ্রিন পার্টির নেতৃত্বে থাকা জ্যাক পোলানস্কিও নতুন এই সমাজতান্ত্রিক উদ্যোগের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। এক্স-এ তিনি লিখেছেন, ‘যারা টোরি, রিফর্ম ও ব্যর্থ লেবার সরকারের বিরুদ্ধে লড়াই করতে চায়, তারা আমার বন্ধু।’
লেবার পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাত্র ১২ মাসে লেবার সরকার মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় লাখো অ্যাপয়েন্টমেন্ট, স্কুল প্রাতরাশের ক্লাব ও বাণিজ্য চুক্তি করেছে। কেবল লেবার পার্টিই ব্রিটেনকে পুনর্গঠনে সক্ষম।’
তবে রাজনৈতিক বাস্তবতায় নতুন বাম দল কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। যদিও সুলতানা ও করবিনের ঘোষণায় স্পষ্ট, ব্রিটেনের রাজনীতিতে সমাজতান্ত্রিক চেতনার জন্য একটি ‘আলাদা ঘর’ তৈরির ডাক এবার আরও সংগঠিত।