প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিগত তিনটি নির্বাচনকে ‘ভালো’ বলে মূল্যায়ন করা বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।
মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, “কানাডার হাইকমিশনার জানতে চেয়েছেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি কী। আমরা তাদের জানিয়েছি, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে কী ধরনের কর্মসূচি নিচ্ছি, প্রশিক্ষণ কার্যক্রম কেমন চলছে।”
তিনি আরও বলেন, “তারা চায় বাংলাদেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়। নির্বাচনী প্রক্রিয়ায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে যাতে কোনো অপব্যবহার না হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে। তারা এই বিষয়ে আমাদের পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেবে।”
সিইসি জানান, কানাডা নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকা ও অঙ্গীকারে সন্তোষ প্রকাশ করেছে এবং তারা বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর মধ্যে ব্যালট প্রকল্পসহ আরও কিছু বিষয়ে সহযোগিতা থাকতে পারে।
ভবিষ্যতের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, “অনেক দেশ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আমাদের কাছে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছে। আমরা তাদের স্বাগত জানাই।
তবে বিগত তিনটি নির্বাচনকে যারা ‘ভালো’ বলেছেন—অথচ বাস্তবতা ছিল ভিন্ন—তাদের এবার আর আমন্ত্রণ জানানো হবে না।”