হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামে শ্রী
শ্রী শচীমাতা স্মৃতি তীর্থ আনন্দ ধামের অধ্যক্ষ শ্রীপাদ গোবিন্দ দাস ব্রহ্মচারীর ৬৩ তম শুভ আবির্ভাব তিথি যথাযোগ্য মর্যাদায় সহিত দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান মধ্যে দিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) ২০২৫ ইং পালিত হয়েছে এবং সেই সাথে রথ উৎসবের পুনর্মিলনী অনুষ্ঠান ও শ্রী শচীর গুণগীতি বইটির মোরক উন্মোচন সম্পন্ন। উক্ত বইটির রচয়িতা অধক্ষ্য শ্রীপাদ গোবিন্দ দাস ব্রহ্মচারী।
সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত শচীমায়ের ভক্তরা নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা উপুর্যপরি ভক্তগণের ভীড়ে শচীমায়ের ধামে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। প্রদীপবাতির আলোকবর্তিকায় মঙ্গলদীপে সারা ধাম আলোকিত হয়ে ওঠে, বেলুন, ফেস্টুনে, ব্যানার, বিভিন্ন প্রজাতির সুগন্ধি ফুলো সমারোহে মুখরিত হয় শচীমাতা স্মৃতি তীর্থ আনন্দ ধাম।
উক্ত অনুষ্ঠান কে ঘিরে শচীমায়ের বাড়ি সাজে নতুন এক আঙ্গিকে, দিনব্যাপী কর্মসূচীর মধ্যে মঙ্গলআরতি, ভাগবতমপাঠ,গুরুপূজা,রাজভোগ, ভোগ আরতি,প্রদীপ প্রজ্জ্বলন, দেশজাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও ভজনকীর্তন, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ হয় আগত সকল ভক্ত ও অতিথিদের মাঝে । জন্ম তিথিতে ফুল, ফুলেরমালা ও তোরা দিয়ে অভিনন্দন শুভেচ্ছা জানানো হয় ধামের অধ্যক্ষে, অনুষ্ঠানে অতিথিদের ও বরণ করে নেয়া হয় ফুলদিয়ে। সবমিলিয়ে গোটাদিনটাই ছিল শচীমায়ের বাড়ি আনন্দের মূহুর্তে। আগত ভক্তরা জানালেন শচীমাকে দর্শনে ভক্তি ভাব জাগে এবং জীবনে শান্তি ফিরে আসে। তাই আমরা যেখানেই থাকি না কেন বারবার ফিরে আাসি শচীমায়ের বাড়ি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যারা ছিলেন তাঁরা যথাক্রমে আবুর এহসান,ডিজিএম সিলটগ্যাসফিল্ড রশিদপুর, জীবন শান্তি সরকার,ডিজিএম সিলটগ্যাসফিল্ড রশিদপুর, অরূপ কুমার সাহা ডিজিএম সিলটগ্যাসফিল্ড রশিদপুর, সদাশিব প্রিয় দাস পুণ্ডরীকধাম, চট্টগ্রাম, স্বপন কুমার সিং রেট টাইমস বিডি, লিটন দে স্টেশন মাস্টার, শায়েস্তাগঞ্জ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।