ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায়” ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখার নির্দেশনায় গত মঙ্গলবার (১৫ জুলাই) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) পর্যন্ত উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের দেযালে- দেয়াল গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলে।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জুলাই গণ অভ্যুত্থানে ‘ বুকের ভিতর তুলুন ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর লেখায় শহীদ আবু সাঈদের ছবি, পানি লাগবে পানি? কথা বলা শহীদ মুগ্ধের ছবি এবং স্বাধীনতার সূর্যোদয়, ৩৬ জুলাই, আর নয় বৈষম্য- প্রতিষ্ঠা পাক সাম্য, বীর চট্টলা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্ধীশালার এই শিকল ভাঙা, ইংরেজিতে লেখা ফ্রিডম, ৫২ থেকে ২৪ ইতিহাস এভাবেই ফিরে আসবে ইত্যাদি কথা দেয়ালে – দেয়ালে ফুটে ওঠে। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরেছেন তাদের অঙ্কনে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখার নির্দেশনায় সারা দেশের ন্যায় লোহাগাড়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলামকে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি গঠন করা হয়।
কমিটির মূল্যায়নের ভিত্তিতে ১৭ জুলাই বিকালে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে মাধ্যমিক পর্য়ায়ে গ্রাফিতি প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় হয়েছে এম,এইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও ৩য় হয়েছে ডা, এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্য়ায়ে গ্রাফিতি প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে চুনতি সরকারি মহিলা ডিগ্রি কলেজ, ২য় হয়েছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ ও ৩য় হয়েছে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা ।
অপরদিকে মাধ্যমিক পর্য়ায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে এম,এইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়, ২য় হয়েছে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ও ৩য় হয়েছে কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠ এবং উচ্চ মাধ্যমিক পর্য়ায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ, ২য় হয়েছে চুনতি সরকারি মহিলা ডিগ্রি কলেজ ও ৩য় হয়েছে বার আউলিয়া ডিগ্রি কলেজ ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। এই আন্দোলনে সারা দেশে ছাত্র- জনতার বৈষম্যবিরোধী গ্রাফিতি ও চিত্রাংকন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গ্রাফিতি ও চিত্রাংকনে ত্যাগ ও প্রতিবাদের মর্মান্তিক কাহিনী, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তরুণদের দু:সাহসিকতা এবং বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে মানুষের লড়াইসহ নানা আন্দোলন ও সংগ্রামের বার্তা ফুটে ওঠে।
এ আন্দোলনকে শ্রদ্ধা ও স্মরণ রাখার নিমিত্তে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকনের আদলে সারাদেশের মত লোহাগাড়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের স্ব- স্ব প্রতিষ্ঠানের দেয়ালে- দেয়ালে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরেছে তাদের অঙ্কনে।