আজ রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর

editor
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর

Oplus_16908288

Sharing is caring!

রাজনৈতিক প্রতিবেদকঃ
নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (২৫ জুলাই) সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন,সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, সরকার (সরকারের কার্যক্রম) দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে।
এদিকে বিমান দুর্ঘটনার চারদিন পার হলেও বিমানবাহিনী এখন পর্যন্ত কোনো দায়দায়িত্ব না নেওয়ায় গয়েশ্বর চন্দ্র রায় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।