আজ রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাংগালিয়া যুবসমাজ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জাংগালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহুর সভাপতিত্বে গাজীপুর জজ কোর্টের এপিপি ও জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক গাজী শাহ মোহতাশেম আজমল সোহেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাংগালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ,ক,ম, মোফাজ্জল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফজলুর রহমান আখন্দ, ঢাকা জজ কোর্টের এ্যাড. তাইজুল ইসলাম শামীম,  উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শাহ আলম প্রধান, জাংগালিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক গাজী মোতাহার হোসেন কায়েস, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান এবাদুল্লাহ্ প্রমুখ।

খেলায় জাংগালিয়া ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে পরাজিত করে নরুন ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশ জয়লাব করেন। খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।