Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই ) সকালে উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত হয়ে শপথ গ্রহণ করে উপস্থিত সকলে।
শপথ শেষে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সামাজিক নিরাপত্তা, নারী শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম আহমেদ বাবুল, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, আমাদের নিজ নিজ জায়গা থেকে মানবিক দৃষ্টিকোণে সবার মাঝে সেবা ছড়িয়ে দিতে হবে। চোখ বন্ধ করে নয় মানবিক দৃষ্টিকোণে মানবতার আলোকে অসহায় ঝরে পড়াদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমাজের বোঝা নয় সম্পদের পরিণত করতে পারলে আমরা নিজেদের গর্ববোধ করব।