সমৃদ্ধশালী ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ,—এমন মন্তব্য করেছেন ন্যাশনাল কনসেন্সাস পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন,আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই,যেখানে মানুষের শিক্ষা,স্বাস্থ্যসেবা এবং বাসস্থানের নিশ্চয়তা থাকবে।”
রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া কালেক্টর মাঠ থেকে শুরু হওয়া‘জুলাই পদযাত্রা’কর্মসূচির পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন,গত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনের নামে হত্যা, গুম,লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছে। এসব অপকর্মের বিচার একদিন অবশ্যই হবে।”ভারতের আধিপত্যবাদ বিরোধী অবস্থানও আগামী দিনে এনসিপি ধরে রাখবে বলে মন্তব্য করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা,মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী,কেন্দ্রীয় কমিটির সংগঠক, প্রীতম সোহাগ,কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান প্রমুখ। তবে মঞ্চে উপস্থিত থাকলেও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কোনো বক্তব্য দেননি।