আজ শনিবার, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান

editor
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ণ
বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান

Sharing is caring!

সিলেট ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম মিয়া।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিশী কান্ত দাস, সহকারী শিক্ষক সুহেল মিয়া,
ম‍্যানেজিং কমিটির সদস‍্য সিদ্দিকুর রহমান মানিক, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটি সদস‍্য তারেকুল ইসলাম, এখলাছ মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী ফাইজা তাবাস্সুম মনিকা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী ইকরামুল ইসলাম।
এসময় বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মো. দিলোয়ার হোসেন, মো. আতাউর রহমান, নাসরিন খাতুন, নাজিমুল ইসলাম, জাহেদুল আলম, মো. সোরাব হোসেন, নজরুল ইসলাম প্রামাণিক, অফিস সহকারী হাবিব উল্লাহ, চ্যারিটি গ্রুপের সদস্য শাহাব উদ্দিন মিজান, রুবেল মিয়া, মাহবুব হাসান, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।