আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে লেকের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

editor
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ০১:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে লেকের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 70?

Sharing is caring!

Manual1 Ad Code

তিমির বনিক:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ি চা বাগানের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে রামলাল রবিদাস গরিবা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১শে জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটলেও পরদিন শুক্রবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের কর্মীরা এ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
স্থানী সুত্রের বরাতে জানা যায়, কমলগঞ্জের দেওছড়া চা বাগানের মৃত ব্রজনাথ রবিদাসের ছেলে রামলাল রবিদাস গরু নিয়ে প্রতিদিনের মতো গরু চরানোর পর গুসল করতে নামেন এ লেকে। কিন্তু ঘটনার দিন গুসলে নামার পর আর ফিরে আসেন নি। পরে পরিবারের লোকজন অনেক খুঁজাখুজি করে রাতে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লেক থেকে ডুবে যাওয়া বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করে।
শমশেরনগর পুলিফ ফাঁড়ির এস আই মাসুদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Manual1 Ad Code
Manual4 Ad Code