আজ শুক্রবার, ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাড্ডায় রিয়াদের আরো একটি বাসার সন্ধান, মিললো ৩ লাখ টাকা

editor
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ণ
বাড্ডায় রিয়াদের আরো একটি বাসার সন্ধান, মিললো ৩ লাখ টাকা

আবদুর রাজ্জাক বিন সোলাইমান

Sharing is caring!

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদকঃ
একের পর এক চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বিষয়ে।
রাজধানীর বাড্ডায় বাসাটিতে অভিযান চালিয়ে সেখান থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, রিমান্ডে রিয়াদের একাধিক বাসার তথ্য পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদে বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।
এর আগে গত ২৯ জুলাই রিয়াদের নাখালপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে চারটি চেক উদ্ধার করে পুলিশ। চেক চারটিতে মোট সোয়া দুই কোটি টাকা লেখা।
সোয়া দুই কোটি টাকার চারটি চেক রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চেক প্রদানকারী ট্রেড জোনের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের সই রয়েছে।
পুলিশ সূত্র জানায়, চেক চারটি জনতা ব্যাংকের। দুটি চেকে ১ কোটি করে ২ কোটি, একটি চেকে ১৫ লাখ ও আরেকটিতে ১০ লাখ টাকার পরিমাণ লেখা আছে। তবে চেকে কোনো তারিখ উল্লেখ নেই।
 ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে ট্রেড জোন নামে। ট্রেড জোনের স্বত্বাধিকারীর নাম আবুল কালাম আজাদ।
বুধবার (৩০ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
Manual1 Ad Code
Manual6 Ad Code