আজ বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী

Oplus_16908288

Sharing is caring!

বিবিসি বাংলাঃ
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপি’র কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে, এটি ‘গুজব’ বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তার দাবি, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি।’
তিনি বলেন, ‘বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি এর মধ্যেই এই নিউজ দেখতেছি। এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগন্ডা।’
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকায়ই দেখা করতে পারতাম, যদি দেখা করার ইচ্ছা থাকতো।’
এছাড়া জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে।
জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে, অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে।’
তিনি বলেন, ‘যাদেরকে বলা হইছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’
মঙ্গলবার ৫ আগষ্ট দুপুরে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়।
বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা এবং নাসীরুদ্দীন পাটওয়ারী।