Sharing is caring!
বিগত ১৬ই জুলাই, ২০২৫ইং ছিলো প্রথম “জুলাই শহীদ দিবস”, এক বছর আগে ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল জুলাই শহীদের স্মরণে দিনটি পালন করা হয়। শহীদ স্মরণে দিনটি পালনের মধ্যেই সকলের অগোচরে, মোহাম্মাদপুর এলাকার প্রতিবাদী আহত জুলাই যোদ্ধা কাব্য রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। কাব্য’র অস্বাভাবিক মৃত্যু নিয়ে এতটাই লুকোচুরি করা হয় যে, তার মৃত্যু সংবাদ সকলের সামনে আসতে আসতেই প্রায় ২৫ দিনের বেশি অতিবাহিত হয়ে গেছে। আনুমানিক ১৫ জুলাই দিবাগত রাতে সদ্য বিবাহিত স্ত্রীর সাথে নিজেদের বাসায় রাত কাটায় কাব্য, ভোরে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও , কর্তব্যরত চিকিৎসক কাব্য’কে মৃত ঘোষণা করেন। গোপনীয়তার সাথে কাব্য’র জানাযা ও দাফন হয়। উল্ল্যেখ যে, ২০২৪ এর আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া কাব্য’র শরীরের ভিতর পুলিশের ছোড়া গুলির ক্ষুদ্রাংশ(ছররা) ছিল। কাব্য’র রহস্যজনক মৃত্যুর কারণ জানা যায়নি। মৃতদেহের পাশে অবস্থানকারী স্ত্রী’র ব্যাপারে নির্দ্দিষ্ট তথ্য কেউ বলতে পারছে না। ব্যক্তিগত কারণ, নাকি এলাকার মাদক ব্যবস্য কিংবা স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে কাব্য’র এই রহস্যজনক মৃত্যু, কেউই কিছু বলতে পারছে না। 