Sharing is caring!

তাপস দাশ, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ নানা আয়োজনে পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। ২০০০ সালে প্রথম পালিত এই দিবস বর্তমানে বিশ্বব্যাপী গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল ১১টায় উপজেলা হল রুমে শপথ পাঠ, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান শক্তি। তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তর বছরে প্রায় দুই লাখ যুবকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে যুক্ত করছে। এজন্য আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা এবং উপকরণ সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান ঋণের সুযোগ বৃদ্ধি করতে হবে। যুবদের স্বেচ্ছাসেবামূলক ও সেবামূলক কাজে সম্পৃক্ত করাই হবে উন্নয়নের গতি ত্বরান্বিত করার পথ। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে মানবসম্পদ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।