Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বরণে মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (NCP) জুড়ী উপজেলা শাখার আয়োজনে জুড়ী শহরের ক্লাব রোডস্থ এম.জেড কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মালিক সাচ্চু।
জাতীয় নাগরিক পার্টি (NCP) মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আফজাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (NCP) মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল বারী খোবায়েব এবং আমির হামজা সহ অনেকেই। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।