Sharing is caring!

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বহুল প্রচারিত ও পাঠক নন্দিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব হলরুমে পত্রিকাটির জলঢাকা উপজেলা প্রতিনিধি মাহবুবর রহমান মনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জলঢাকা আলহেরা এডুকেয়ার হোম’র ব্যবস্থাপক পরিচালক আলহাজ্ব সিদ্দীকুর রহমান সিদ্দীক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন,সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সহ-সভাপতি মাহাদী হাসান মানিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডলার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগন।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রেসক্লাব জলঢাকার সহ-সাধারণ সম্পাদক দৈনিক যুগের আলো’র জলঢাকা উপজেলা প্রতিনিধি মাইদুল হাসান।