Sharing is caring!

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালি বাড়ি মন্দির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জগদীশ চন্দ্র চক্রবর্তীর মৃত্যুেতে শোক ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে নতুন শহর কালি বাড়ি মন্দির বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এ আয়োজন করেন।
এ্যাডভোকেট বিদ্যুৎ বাড়ৈর সঞ্চালনায়
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রাণতোষ মন্ডলের সভাপতিত্বে,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জগদীশ চন্দ্র চক্রবর্তীর জীবনের নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মাদারীপুর জেলার সভাপতি শ্রী শ্যামল কুমার দে,সাবেক সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মাদারীপুর জেলা শাখার এডভোকেট যুগেষ চন্দ্র ভৌমিক,শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রী বিশ্বজিৎ বৈদ্য নাদিম, মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মাদারীপুর জেলা শাখার শিক্ষা বিষয় সম্পাদক,শ্রী বিদানন্দ হালদার,পূজা উদযাপন পরিষদের মাদারীপুর সদর উপজেলার সভাপতি শ্রী উত্তম পোদ্দার,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মাদারীপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক শ্রী সজল রায় সনাতন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মাদারীপুর সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নেপাল দে, শ্রী রাম গোপাল সরকার, শ্রী শ্যামল কুমার বিশ্বাস, শ্রী মনি মোহন বৈদ্য, শ্রী রতন কুমার শীল, শ্রী অমল কৃষ্ণ বেপারীসহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ।
এসময় বিশেষ স্মৃতিচারণ করেন, সনাতলী বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, ডক্টর কুশল বরণ চক্রবর্তী ও পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা করেন মাদারীপুর শ্রী শ্রী প্রণব মঠের অধ্যক্ষ স্বামী সত্যপ্রিয়ানন্দ মহারাজ।