আজ শনিবার, ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার সীমান্তে ৯ রোহিঙ্গাসহ ১বাংলাদেশি আটক

editor
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজার সীমান্তে ৯ রোহিঙ্গাসহ ১বাংলাদেশি আটক

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 70?

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তের কুমারশাইল এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঠেলে পাঠানো ৯ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি নাগরিক বিজিবি’র হাতে আটক হয়েছেন।
শুক্রবার (১৫ আগষ্ট) সকালে বিজিবি’র নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল তাদের আটক করেছে।
যদিও প্রাথমিকভাবে ৫২-বিজিবি দু’জনকে আটকের তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার সন্ধ্যায় তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন-হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার জামির হোসেনের ছেলে সোহেল মিয়া এবং কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবু বক্কর সিদ্দিক।
বিজিবি জানায়, কয়েক বছর পূর্বে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। সম্প্রতি সেখানে আটক হওয়ার পর বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশইন করা ৯ রোহিঙ্গা ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে দু’জনকে থানায় সোপর্দ করা হয়েছে। বাকিদের যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যার সোয়া ৬টার দিকে বিজিবি’র জিডি মূলে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা নাগরিককে থানায় সোপর্দ করেছে। তাদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।