আজ বৃহস্পতিবার, ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সেপ্টেম্বর থেকে শহরের টমটম ভাড়া ৫ টাকা করে বাড়েছে

editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে সেপ্টেম্বর থেকে শহরের টমটম ভাড়া ৫ টাকা করে বাড়েছে

Sharing is caring!

জাফর ইকবাল:

মৌলভীবাজার পৌরসভার মধ্যে ৬টি টমটম স্ট্যান্ড রয়েছে, যা মৌলভীবাজার পৌরসভার শহরের মধ্যে প্রতিটি সড়কে চলাচল করছে। দুঃখ জনক হলো টমটম গাড়ির যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত বাড়নো হয়নি। বিগত ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আমাদের শ্রমিকের ভুমিকা ছিলো।

গাড়িচালক শ্রমিকদের জীবনমান সাধারণত বেশ কঠিন হয়ে থাকে। তাদের জীবনযাত্রার মান বেশ কয়েকটি কারণে নিম্নমুখী। যেমন, অপর্যাপ্ত মজুরি, দীর্ঘ কর্মঘণ্টা, কাজের অভাব, এবং দুর্ঘটনাজনিত ঝুঁকি তাদের জীবনকে প্রভাবিত করে।

চালক শ্রমিকরা ৫ টাকায় গাড়ি চালিয়ে মাসে ২ হাজার টাকা এক সাথে করতে পারে না। তার কারন হলো একটি চালকের পরিবার সেই চালকের উপর নির্ভরশীল, চালকের ছেলে মেয়ে কে ভালো একটা স্কুলে পড়াতে পারেনা। বাসা ভাড়া দিতে বাড়ির মালিকের ৭ তারিখে পরিশোধ করা যায়না । চালকদেরও একটা জীবন আছে, সেইটা উপলদ্ধি করলে বুঝতে পারবো তাদের জীবন কত কষ্টের।

একটি পান দোকানে গেলে পানের দাম ১০ টাকা। আর চালকদের গাড়ি ভাড়া ৫ টাকা, ব্যবধান হলো পান খেয়ে আপনি ফেলে দিবেন, আর চালক তার শ্রম দিয়ে আপনার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দিবে।

এই কারনে মৌলভীবাজার সদরের সকল টমটম গাড়ি চালকের উপরোক্ত বিষয় বিবেচনা ভাড়া ৫ টাকা করে বাড়ানো প্রস্তাব করেন মৌলভীবাজার জেলা অটো টেম্পু, মিশুক, সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি:নং-চট্র-২৩৫৯ এর সভাপতি আজিমুল হক সেলিম। যা আগামী ১ সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হবে।

মৌলভীবাজার সদর সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং: চট্ট-২৩৫৯ এর অন্তর্ভুক্ত টমটম ইউনিট কমিটি জুলাই আন্দোলনে আহত শ্রমিকদের নগদ আর্থিক সহযোগিতা প্রদান ও চালকদের সদাচরণ মূলক বিষয়ে আলোচনা সভায় এই সিন্ধান্ত গ্রহন করা হয়।

মঙ্গলবার(১৯ আগষ্ট) মোঃ আজিজুল হক সেলিমের সভাপতিত্বে মৌলভীবাজার পৌর হল রুমে জুলাই আন্দোলনে আহত শ্রমিকদের নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহব্বত হোসাইন উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, বিভাগীয় শ্রাম দপ্তর, শ্রীমঙ্গল, বিশেষ অতিথি: মোঃ কামরুল হাছান পুলিশ পরিদর্শক, প্রশাসন ও অপারেশন ট্রাফিক বিভাগ, হাবিবুর রহমান, সহকারী পরিচালক, (ইঞ্জিঃ), বিআরটিএ, (পি আর এল ভোগরত), শেখ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২৩৫৯, মোহাম্মদ মুর্শেদুল আলম সহকারী পরিচালক, (ইঞ্জিঃ), বিআরটি, মোঃ শেফুল আমিন সহ সাধারন সম্পাদক মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২৩৫৯ আহবায়ক অনুষ্ঠান উপকমিটি, বাবুল মিয়া, সদস্য সচিব সদর টমটম ইউনিট কমিটি।

অনুষ্টানে জুলাই আহতদের নগদ আর্থিক অনুদান প্রদান সহ নিহত ও আহত জুলাই যোদ্ধাদের জন্য দোয়া করা হয়। অনুষ্টান পরিচালনা করেন, মোঃ শাহিন ইকবাল ও ২৩৫৯ এর সদস্য মোঃ রোমন আহমদ।