আজ রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অপার্থিব

editor
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:৪১ অপরাহ্ণ

Sharing is caring!

Manual2 Ad Code

সাদিয়া নাজিব

Manual3 Ad Code

হরিতকী বনে চলো,
চলো ঝাঊবনে।
তোমাকে চুমু খাবো নিরালায়।
শহরে ভীষণ কোলাহল,
ঘরের দরোজা আটকালেই সবাই ভাবে
মেতে উঠছি বুঝি তুমুল শরীরী ঘ্রাণে।
আসলে এভাবে প্রেম হয় না–
জঙ্গলে চলো
কাদামাটি মাখা, তোমার আদিম কৃষক শরীরের
নুন চাখি, কবোষ্ণ ঠোঁটে!
কক্সবাজারের সৈকতের চেয়ে ও
দীর্ঘতর হবে সেই চুম্বন।
নোনাজলে ধুয়েমুছে যাক আর সব
পার্থিব যা কিছু।
একটি দীর্ঘ চুম্বন অপেক্ষা করছে
অনাদিকালের শিলাস্তরে প্রবল আঘাত হানবে বলে
জলে জঙ্গলে ঝাউ হরিতকী বনে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code