আজ বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: জব্দ ৫০০ ঘনফুট বালু

editor
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ০১:৩০ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: জব্দ ৫০০ ঘনফুট বালু

Sharing is caring!

তাপস দাশ:
মৌলভীবাজার জেলার জেলা প্রশাসকের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলায় মঙ্গলবার (২৬ আগস্ট) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানের অংশ হিসেবে সিন্দুরখান ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় অইজারাকৃত বালু মহালগুলোতে হঠাৎ অভিযান চালানো হয়। এতে প্রায় ৫০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়া বালু উত্তোলন শুধু আইনবিরোধীই নয়, বরং তা নদী ও প্রকৃতির জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে।
দায়িত্বশীল এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমি ক্ষয়, জীববৈচিত্র্যের বিলুপ্তি এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এ কারণে স্থানীয় জনগণের জীবন-জীবিকাও ঝুঁকির মুখে পড়ছে।” তিনি আরও জানান, অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কারও প্রতি কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
প্রশাসনের এই অভিযানে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি হয়। অনেকে আশা প্রকাশ করেছেন যে, এই ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে এবং অবৈধ দখলদাররা নিরুৎসাহিত হবে।
শ্রীমঙ্গলে প্রশাসনের এই মোবাইল কোর্ট অভিযান শুধু আইনের প্রয়োগ নয়, বরং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার এক অনন্য উদ্যোগ হিসেবে চিহ্নিত হচ্ছে।