আজ শুক্রবার, ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক পরিবহন মালিক গ্রুপ কর্তৃক দায়েরকৃত মিথ্যা  মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের প্রতিবাদ সভা

editor
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ০১:১১ অপরাহ্ণ
সড়ক পরিবহন মালিক গ্রুপ কর্তৃক দায়েরকৃত মিথ্যা  মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের প্রতিবাদ সভা

Sharing is caring!

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কর্তৃক শ্রমিকের নামে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন-২২০ এর জলঢাকা উপ-কমিটি।
বুধবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি মমিনুর রহমানের সভাপতিত্বে বাসস্ট্যান্ড চত্বরে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা কমিটির সভাপতি ও জলঢাকা মটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মনিরুজ্জামান জুয়েল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হামিমুর রহমান হামীম,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (মেম্বার),ট্রাক শাখার সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান,মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ আলী, ট্রাক শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনাব আলীসহ অনেকে।
অতিদ্রুত মটর শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটির  সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ শ্রমিকদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার করা না হলে পুরো নীলফামারী জেলায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।