নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কর্তৃক শ্রমিকের নামে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন-২২০ এর জলঢাকা উপ-কমিটি।
বুধবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি মমিনুর রহমানের সভাপতিত্বে বাসস্ট্যান্ড চত্বরে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা কমিটির সভাপতি ও জলঢাকা মটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মনিরুজ্জামান জুয়েল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হামিমুর রহমান হামীম,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (মেম্বার),ট্রাক শাখার সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান,মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ আলী, ট্রাক শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনাব আলীসহ অনেকে।
অতিদ্রুত মটর শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ শ্রমিকদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার করা না হলে পুরো নীলফামারী জেলায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।