আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানী নাগরিকদের ভিসা সহজ করলো বাংলাদেশ

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code

আব্দুল কাদের শীতল 

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ছাড়পত্রের (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রয়োজনীয়তা তুলে নিয়েছে বাংলাদেশ। এই পদক্ষেপ বাংলাদেশের নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Manual7 Ad Code

শনিবার (৭ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজনীয় করা হয়েছিল। তবে ২০২৪ সালের ২ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষেবা বিভাগ (SSD) এই শর্ত তুলে নেওয়ার ঘোষণা দেয়।

Manual8 Ad Code

সম্প্রতি পাকিস্তানের হাই-কমিশনার সৈয়দ আহমেদ মারুফ ঢাকায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই মূলত এই নীতির পরিবর্তন করা হলো।

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উষ্ণতা

এই নভেম্বরেই বাংলাদেশ সরকার করাচি থেকে চট্টগ্রামে সরাসরি কার্গো জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল, যা দুই দেশের মধ্যকার সম্পর্ক উষ্ণ হওয়ার আরেকটি দৃষ্টান্ত।

এনডিটিভির দাবি, বিএনপি ঐতিহাসিকভাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ বরাবরই ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

Manual1 Ad Code

নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ

বাংলাদেশের এই ভিসা নীতি পরিবর্তন উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগ বাড়িয়েছে।

ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারে এবং বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে।

এ নিয়ে সিডনি পলিসি অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের নির্বাহী পরিচালক মুবাশার হাসান বলেছেন, বাংলাদেশ এখন ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে, তারা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আর ভারতকেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে চায় না। তবে দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

ভারতের প্রতিবেশী নীতি ও আঞ্চলিক প্রভাব

এদিকে ভারতের প্রতিবেশী নীতিতে ফাঁকফোকর স্পষ্ট হয়ে উঠছে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার আগ্রহ প্রকাশ করলেও, ভারতের পক্ষ থেকে তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি।

Manual3 Ad Code

এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুরক্ষার দৃষ্টিভঙ্গি

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ফলে ভারত তার উত্তর-পূর্ব অঞ্চলে চরমপন্থি গোষ্ঠীগুলোর কার্যক্রম বাড়ার আশঙ্কা করছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনগুলোর ফলে এই অঞ্চলে নিরাপত্তা হুমকি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের এই পদক্ষেপগুলো একদিকে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার সংকেত দিচ্ছে, অন্যদিকে এটি ভারতের জন্য একটি নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।

Manual1 Ad Code
Manual6 Ad Code