আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ এর অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর নিয়মিত সভা বৃহস্পতিবার, (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।
বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া’র সঞ্চলনায় বক্তব্য রাখেন আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, লায়ন রোকেয়া হক, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধূরী, লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন, লায়ন ডা. দীবাকর বড়ুয়া, লায়ন আমিনুর রহমান মনু, লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন জাবেদ ইসলাম, লায়ন সুস্মিতা সাহা, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন সুমন বড়ুয়া, লায়ন মিথুন বড়ুয়া, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও মিরাজ উদ্দিন, লিও ফাতিন মানসিব, আব্দুল্লাহ জাহের নাজিব প্রমূখ।
প্রধান অতিথি লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ বলেন লায়ন্স ক্লাব হচ্ছে মানবতার সেবার প্রতীক। কর্ণফুলী এলিট দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ ও সেবামূলক কার্যক্রমে যে অবদান রেখে চলেছে তা প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো।
বিশেষ অতিথি লায়ন এস. এম. শামসুদ্দিন এমজেএফ তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করার জন্য সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে মানবতার সেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তিনি ক্লাবের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও সফল কর্মসূচি বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ এর রোগমুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করা হয়। এছাড়া লায়ন কুনাল কান্তি বড়ুয়া’র নিকটাত্মীয় রতন কুমার বড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করে একমিনিট নীরবতা পালন করা হয়।
বার্তা প্রেরক- লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া সেক্রেটারী
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট।