আজ সোমবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন; মাস্টার গোলাম মস্তফা রাজা হাফিজিয়া মাদরাসায় নানা আয়োজন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন; মাস্টার গোলাম মস্তফা রাজা হাফিজিয়া মাদরাসায় নানা আয়োজন

Sharing is caring!

তাপস দাশ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ রাজা এলাকায় অবস্থিত মাস্টার গোলাম মস্তফা রাজা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এই বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হয় এবং মাদরাসা প্রাঙ্গণ ছিল পূর্ণ কর্মচাঞ্চল্যে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশনা, আলোচনা সভা এবং এক বর্ণাঢ্য র‍্যালি ছিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান শিক্ষক এবং মসজিদের ইমাম-খতিব হাফেজ কারী মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারী মাওলানা সাইফুর রহমান মুল্লাপুরী এবং বিশেষ অতিথি ছিলেন মুর্শেদ কামাল জালালী।
এ সময়, মাদরাসা ও এতিমখানার পরিচালক মাস্টার গোলাম মুরসালিন মস্তাফা রাজা-এর পক্ষ থেকে র‍্যালিতে অংশ নেওয়া ছাত্রদের উৎসাহ দেন রাজা ফিসারিজ ও হ্যাচারির ম্যানেজার হুমায়ুন কবির।
র‍্যালিটি মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিন্দুরখান বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে, র‍্যালিটি আলিয়া মাদরাসায় গিয়ে শেষ হয় এবং সেখানে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।