ঐতিহ্যবাহী গবনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা এর প্রাক্তন ছাত্র, যারা নিজেদের “ল্যাবরেটরিয়ানস” হিসেবে পরিচিতি দিতে ভালোবাসে। তাদের এলাম্নাই সংগঠন “ওল্ড ল্যাবরেটরিয়ানস স্টুডেন্ট এসোসিয়েশন (ওলসা)” এর সার্বিক পৃষ্ঠপোষকতায় স্কুলের ৬৪তম প্রতিষ্ঠা বার্হিকী তথা জন্মদিন উপলক্ষ্যে আগামী ১২ই সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখ, শুক্রবার, ওল্ড ল্যাবরেটরিয়ানস স্টুডেন্ট এসোসিয়েশন (ওলসা)’র ইজিএম ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান “আলো থেকে আলোয়” আয়োজিত হতে যাচ্ছে। যাতে পরিবেশন করবে এর প্রাক্তন শিক্ষার্থীরা। যারা বাংলাদেশের সাংস্কৃতিক ও সংগীতাঙনে বিখ্যাত হয়ে আছেন নিজেদের প্রতিভায়।
এছাড়া থাকছে রক্তদান কর্মসূচী। সন্ধ্যা ৬টা থেকে থাকছে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ও জমকালো ব্যান্ড শো। যা সকল ল্যাবরেটরিয়ানদের জন্য উন্মুক্ত।
সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম (তাশফী), স্টাফ রিপোর্টার