আজ মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিএনজি অটোরিক্সা চুরির সময় গনপিটুনিতে ১ যুবক নিহত 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:১৭ অপরাহ্ণ
সিএনজি অটোরিক্সা চুরির সময় গনপিটুনিতে ১ যুবক নিহত 

Sharing is caring!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিক্সা চুরির সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উপজেলার বিওসি কেছুরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে সোমবার ভোরে কয়েকজন চোর হানা দেয়। এসময় তারা গ্যারেজে থাকা ৩টি সিএনজি অটোরিক্সা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো চোরেরা। বিষয়টি টের পেয়ে স্বপন আহমদ খান চিৎকার দিলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় তাদের আটক করে বিক্ষুব্ধ লোকজন তাদের মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন আহমদকে মৃত ঘোষণা করেন। অন্যজন আহত জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে বড়লেখায় সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা বেড়েছে। এ কারণে অনেক এলাকায় মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, সিএনজি অটোরিক্সা চুরির সময় দু’জনকে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। এতে একজন মারা যায়, অন্যজন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।