আজ বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৭:৩০ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Sharing is caring!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় কাওছার আহমদ (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহত কাওছার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের মৃত আরমান আলীর ছেলে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের তেলিজুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মুন্সিবাজার থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন কাওছার। পথে তেলিজুরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কাওছার ও সদর ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা সিএনজি অটোরিক্সার যাত্রী সুমন মালাকারকে (২৮) উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাওছারকে মৃত ঘোষণা করেন।
নিহত কাওছার ৩ বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। পরিবারে ৪ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। মৃতদেহের ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের পর বুধবার দুপুর ২টায় তার নামাজের জানাযা ও দাফন সম্পন্ন করেছেন স্বজনরা।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোবারক হোসেন খাঁন বলেন, সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের পর কাওছারের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান আছে।