আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ণ
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

Manual1 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা প্রশাসকের আয়োজনে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক “শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ও নিরাপত্তা” শীর্ষক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় চা শ্রমিক, বিভিন্ন চা বাগানের ম্যানেজার, বাংলাদেশ চা সংসদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নসহ চা শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় শ্রমিকদের চিকিৎসার সুবিধার্থে স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাবৃত্তি, শ্রমিকদের ন্যায্য মজুরি, বসতবাড়ির উন্নয়ন, মাতৃভাষা ও সংস্কৃতির বিকাশে একাডেমি, স্যানিটেশন ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
শ্রমিকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী চা বাগানে বিদ্যালয় জাতীয়করণ, চা শ্রমিকদের জন্য একাডেমি স্থাপন ইত্যাদি বিষয় আলোচনায় বিশেষ গুরুত্ব পায় এবং জানানো হয়। উক্ত বিষয়বস্তুর আলোকে এসব প্রস্তাব ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আকারে প্রেরণ করা হয়েছে।
Manual1 Ad Code
Manual3 Ad Code