আজ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলে হেলমেট পরিধানকারীদের ফুল দিয়ে বরণ করলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ণ
মোটরসাইকেলে হেলমেট পরিধানকারীদের ফুল দিয়ে বরণ করলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ

Sharing is caring!

Manual6 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানতে উদ্ভূদ্ধ করতে মোটর সাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার ব্যাটারি চালিত রিকশা মহানগর এলাকায় চলতে পারবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানতে উদ্ভূদ্ধ করতে মোটর সাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।
পুলিশ কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিকশা আসলে অনুমোদিত নয়। এখানে কয়েকটি সমস্যা- ব্যাটারি চালিত রিকশার যারা চালক তারা প্রশিক্ষিত নন। তারা ট্রাফিক আইনগুলো জানেন না। হঠাৎ করে যেকোন জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন। এতে অনেক সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয় এজন্য আমরা বলেছি- ব্যাটারি চালিত যে অটোরিকশা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের এই নির্দেশনা।
১২ লক্ষ নগরবাসী সবাই যানজট থেকে মুক্তি চান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, সবাই ফুটপাতে নিরাপদে হাঁটতে চান। আমরা সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি। ফুটপাত হকারমুক্ত হবে, রাস্তা যানজট মুক্ত হবে, রাস্তাঘাটে সবাই নির্ভয়ে চলাফেরা করবে।
তিনি বলেন, আমরা যানজট নিরসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবো এবং নগরবাসি যেন স্বস্তিতে চলাফেরা করতে পারেন সে ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে।
আব্দুল কুদ্দুস চৌধুরী আরও বলেন, মোটরসাইকেলে যারা যাত্রী হবেন এবং যিনি চালাবেন- সবার জন্য কিন্তু হেলমেট পরাটা বাধ্যতামূলক। এটা মূলত তাদের নিরাপত্তার জন্য।
Manual1 Ad Code
Manual3 Ad Code