আজ বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ণ
নাগরপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল

Sharing is caring!

Manual3 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা এ বিক্ষোভের আয়োজন করে। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নাগরপু উপজেলা চত্বর হয়ে টাঙ্গাইল আরিচা মহা সড়কের উপজেলা মোড়ে একটি সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষক-কর্মচারীরা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকদের কে কেন লাঠিপেটা করা হলো? দ্রæত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। সেই সাথে যারা শিক্ষকদের উপর টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা উপদেষ্টার প্রতি আহবান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান ফজলু, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. শরিফ উদ্দিন, মামুদ নগর স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. শওকত আলী ও মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আব্দুর রউফ প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারিরা অংশ গ্রহণ করেন।
Manual1 Ad Code
Manual3 Ad Code