Sharing is caring!
ডেক্সনিউজ:
হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালীন করণীয় বিষয়ে দুর্যোগ সচেতনতা বৃদ্ধি, মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ মহড়া ও আলোচনা সভা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বাহুবল ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যরা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী। অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন বাহুবল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী ও তাঁর সহকর্মীরা।
মহড়ায় প্রদর্শন করা হয় ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান, নিরাপদ আশ্রয়ে যাওয়ার উপায়সহ জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো। এতে অংশগ্রহণকারীরা প্রত্যক্ষভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের সময় আতঙ্ক না হয়ে সচেতনভাবে কাজ করলে অনেক বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে জনগণের মধ্যে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করাই এমন আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে দুর্যোগকালীন প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যপত্র বিতরণ করা হয়।