আজ শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সাংবাদিক কন্যা এশার এইচএসসিতে জিপিএ–৫ অর্জন

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে সাংবাদিক কন্যা এশার এইচএসসিতে জিপিএ–৫ অর্জন

Sharing is caring!

Manual3 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রবীণ সাংবাদিক ও ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীমের কন্যা সাদিয়া ইসলাম এশা এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
সে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। এর আগে এশা শ্রীমঙ্গল গার্লস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ড (জিপিএ–৫) পেয়েছিল। ধারাবাহিকভাবে ভালো ফল করে আসা এশা অধ্যবসায়ী, মনোযোগী ও আত্মপ্রত্যয়ী ছাত্রী হিসেবে শিক্ষকদের কাছে বিশেষভাবে পরিচিত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর এশা জানায়, ফল হাতে পেয়ে সে ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। বাবা-মা ও শিক্ষকদের মুখে হাসি দেখতে পেরে তার পরিশ্রম সফল মনে হয়েছে।
তার বাবা সাংবাদিক শামসুল ইসলাম শামীম বলেন, “এশা ছোটবেলা থেকেই মনোযোগী ও স্বপ্নবান। তার এই সাফল্য আমাদের পরিবারের জন্য যেমন গর্বের, তেমনি এটি অনুপ্রেরণাও।”
ফলাফল প্রকাশের পর কন্যার এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। এশা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখতে চায়।
স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা এশাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
Manual1 Ad Code
Manual2 Ad Code