আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আগুন লাগার ৩০ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের ফায়ার ইউনিট: শেখ বশিরউদ্দীন

editor
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ
আগুন লাগার ৩০ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের ফায়ার ইউনিট: শেখ বশিরউদ্দীন

Sharing is caring!

Manual3 Ad Code

বাসস:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রবিবার (১৯ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দেওয়া তথ্যানুযায়ী, বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে ৩০ সেকেন্ডের মধ্যেই পৌঁছেছে।

Manual4 Ad Code

তিনি ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিটগুলোকে বিমানবন্দরে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে বিলম্ব সংক্রান্ত যেকোনো অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি ।

উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ ঘটনার পর ২১টি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি জানান, বিমান চলাচল স্বাভাবিক রাখতে ও ব্যবস্থাপনা সহজ করতে আগামী তিন দিনের জন্য সব নন-সিডিউল ফ্লাইটের ভ্যাট ও কর মওকুফ করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, সব আমদানি কার্গো ৩৬ ঘণ্টার মধ্যে ছাড় করা হবে এবং বিদ্যমান বীমা ব্যবস্থার ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয় ঘণ্টারও বেশি সময় বিমান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Manual7 Ad Code

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের তথ্যানুযায়ী, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের আমদানি বিভাগে আগুন লাগে।

Manual6 Ad Code

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার অভিযানে একাধিক সংস্থা সমন্বিতভাবে অংশ নেয় এবং বিমান ও নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিটও সহায়তা করে।

Manual1 Ad Code
Manual6 Ad Code