Sharing is caring!
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মো.ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রকৌশলী ইউসুফ হোসেন খান, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার।
শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের উদ্বোধনের খবরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ইতিবাচক সাড়া। পৌরসভার অর্থায়নে এমন একটি উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত।
স্থানীয়দের অনেকেই মনে করছেন, এ ধরনের অবকাঠামো উন্নয়ন শ্রীমঙ্গলের ক্রীড়াচর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আধুনিক রেস্টরুম সুবিধা না থাকায় এতদিন অনেক খেলোয়াড় ও দর্শনার্থী নানা ভোগান্তির মুখোমুখি হয়েছেন। এখন একটি পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা গড়ে উঠলে সেই দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে তারা আশাবাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আরও উন্নত ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খেলাধুলা করতে পারবেন, যা শ্রীমঙ্গলের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে।