আজ রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজার সপ্তমীতে নিখোঁজ রীমা অবশেষে উদ্ধারসহ, গ্রেফতার ২

editor
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ণ
দুর্গাপূজার সপ্তমীতে নিখোঁজ রীমা অবশেষে উদ্ধারসহ, গ্রেফতার ২

Sharing is caring!

Manual4 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমা রানী সরকার (১৫)-কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের খালাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গল শহরের আর.কে. মিশন রোডের দুর্গা মন্দিরে অঞ্জলী দিতে গিয়ে নিখোঁজ হয় রীমা। এ ঘটনায় রীমার পিতা মতিলাল বিশ্বাস কমলগঞ্জ উপজেলার বদরুল আলমসহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়।
অপহরণের পর থেকেই পুলিশ অভিযান শুরু করে। আইজিপি ও সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানা পুলিশ ধারাবাহিক অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৮ ও ১১ অক্টোবর দুই আসামি বদরুল আলম ও শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তী তদন্তে ভিকটিমের খালা প্রিয়াংকা সরকারের মোবাইল ফোন উদ্ধার করে কল রেকর্ড বিশ্লেষণ করা হয়। এতে জানা যায়, রীমাকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকায় শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম এবং তার স্বামী মোবারক মিয়া আটক করে রেখেছে।
পুলিশ জানায়, শিল্পী সরকার রীমার আপন খালা। প্রায় দুই বছর আগে তিনি মোবারক মিয়াকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী দুর্গাপূজার দিন রীমাকে প্রলোভন দেখিয়ে সিলেটে নিয়ে যান এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন।
শুক্রবার (২৪ অক্টোবর) শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে রীমা রানী সরকারকে উদ্ধার করা হয়। এসময় শিল্পী সরকার ও তার স্বামী মোবারক মিয়াকে গ্রেফতার করা হয়।
Manual1 Ad Code
Manual6 Ad Code